z

বিআইএফসির আর্থিক প্রতিবেদন প্রকাশ

শেয়ার মার্কেট বিডি

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান (ফিন্যান্সিয়াল ইন্সটিটিউশন্স) খাতের কোম্পানি বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি) লিমিটেড তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর'২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০১ টাকা ৭০ পয়সা। গত বছরের একই সময় কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছিল ০১ টাকা ৮৮ পয়সা।

৯ মাসে (জানুয়ারি -সেপ্টেম্বর'২২) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০৫ টাকা ০৮ পয়সা। গত বছরের একই সময় কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছিল ০৬ টাকা ৩৭ পয়সা।

সূত্রে জানা গেছে, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১১১ টাকা ৯২ পয়সা (নেগেটিভ)। গত বছরের একই সময় কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছিল ১০৮ টাকা ৭৪ পয়সা (নেগেটিভ)।

আলোচ্য সময়ে শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ০১ টাকা ৩৯ পয়সা (নেগেটিভ) আর গত বছরের একই সময় ছিল ০২ টাকা ২৮ পয়সা (নেগেটিভ)।

 

  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com

মুদ্রার হার

নামাজের সময়সূচি