
ইউনাইটেড এয়ারের ৭ টি বিমান আসছে
ইউনাইটেড এয়ারের ৭ টি বিমান আসছে। বিদেশি বিনিয়োগের বিষয়ে ইস্যু ব্যবস্থাপক বা নিয়ন্ত্রক সংস্থার চলতি মাসে (অক্টোবর) দিনক্ষণ নির্ধারণ করার সম্ভাবনা রয়েছে। বিদেশি বিনিয়োগের দিনক্ষণ নির্ধারণ হলেই বিমান আসবে। উন্নত মানের ৭টি এয়ার বাস আসবে। বিদেশি ৫টি কোম্পানির অর্থায়নে এসব এয়ার বাস দেশে আসছে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন ক্রমে আমরা বিমান আনবো। ইতোমধ্যে এয়ার বাস ক্রয়ের সব প্রক্রিয়া আমরা এগিয়ে রেখেছি। নিয়ন্ত্রক সংস্থা দ্রুত ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দিয়েছে। দিনক্ষণ নির্ধারণ হলেই বিমান আসবে।