z
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল (ইঞ্জিনিয়ারিং) খাতের কোম্পানি বিএসআরএম স্টিল লিমিটেডের তৃতীয় প্রান্তিকের (জুলাই,১৬-মার্চ,১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৪৮ পয়সা। গত বছরের একই সময় কোম্পানিটির ইপিএস ছিল ৬ টাকা ১০ পয়সা। আজ সোমবার কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সূত্রে জানা গেছে, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩৩ টাকা ৬৬ পয়সা।
সর্বশেষ ৩ মাসে (জানুয়ারি-মার্চ,১৭) এককভাবে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ২২ পয়সা। গত বছর একই সময়ে যা ছিল ২ টাকা ৭২ পয়সা।