z
পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ (ফুয়েল অ্যান্ড পাওয়ার) খাতের কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০১৬) শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮৩ পয়সা। আজ সোমবার পর্ষদ সভায় কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এ তথ্য জানানো হয়।
সূত্র জানায়, গত বছরের একই সময়ে ছিল ২ টাকা ৪২ পয়সা। কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য হয়েছে ৩৭ টাকা ৫ পয়সা। গত বছরে যা ছিল ৩৪ টাকা ২২ পয়সা।