z

ব্র্যাক ব্যাংকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

শেয়ার মার্কেট বিডি

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ব্র্যাক ব্যাংক লিমিটেড তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০১৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৪ টাকা ২৪ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৬৯ পয়সা। আজ সোমবার কোম্পানির পর্ষদ সভা শেষে এই প্রতিবেদন প্রকাশ করা হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৩ টাকা ৬২ পয়সা। গত বছরে ছিল ২ টাকা ৩০ পয়সা।

সর্বশেষ ৩ মাসে (জুলাই- সেপ্টেম্বর, ২০১৬) ইপিএস হয়েছে ১ টাকা ৩৪ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ১৭ পয়সা। এসময়ে সমন্বিত ইপিএস হয় ১ টাকা ১০ পয়সা। গত বছর ছিল ৮৬ পয়সা।

৯ মাসে ব্যাংকটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য এনএভি হয়েছে ২৮ টাকা ২৯ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ২৫ টাকা ৭৩ পয়সা। এসময়ে সমন্বিত শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য এনএভি হয় ২৯ টাকা ৬১ পয়সা। গত বছরে ছিল ২৭ টাকা ৪৯ পয়সা।

 

  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com

মুদ্রার হার

নামাজের সময়সূচি