z
পুঁজিবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন (সার্ভিসেস অ্যান্ড রিয়েল এস্টেট) খাতের কোম্পানি শমরিতা হাসপাতাল লিমিটেড চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) শেয়ার প্রতি ২৫ পয়সা আয় করেছে। মঙ্গলবার প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস ছিল ৬৫ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৫৬ টাকা ২০ পয়সা। আগের বছর ৩০ সেপ্টেম্বর শেষে এনএভি ছিল ৫৬ টাকা ৩৪ পয়সা।
আলোচিত প্রান্তিকে শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৭৮ পয়সা, যা আগের বছর ৬১ পয়সা।