z
পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ (ফুয়েল অ্যান্ড পাওয়ার) খাতের কোম্পানি লিন্ডেবিডি চলতি বছরের প্রথম ৯ মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০১৬) আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ( ইপিএস) হয়েছে ৪১ টাকা ৪৬ পয়সা। আজ কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় এ তথ্য বেরিয়ে আসে।
কোম্পানি সূত্রে জানা গেছে, ৯ মাসে কোম্পানিরশেয়ার প্রতি আয় ( ইপিএস) হয়েছে ৪১ টাকা ৪৬ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ২৫ টাকা ৪৯ পয়সা। এর মধ্যে সর্বশেষ ৩ মাসে (জুলাই- সেপ্টেম্বর, ২০১৬) কোম্পানির ইপিএস হয়েছে ৯ টাকা ৫৮ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ৯ টাকা ৪৯ পয়সা।