z
পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ (ফুয়েল অ্যান্ড পাওয়ার) খাতের কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশনস অ্যান্ড সিস্টেমসের পরিচালনা পর্ষদ ৩ মাসের (জুলাই-সেপ্টেম্বর, ২০১৬) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২২ পয়সা। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ২২ অক্টোবর কোম্পানির পর্ষদ সভায় ৩০ জুন, ২০১৬ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ প্রতিবেদন প্রকাশ করা হয়।
জানা গেছে, পূনর্মূল্যায়ন পূর্ববর্তী সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২৬ টাকা ৯৯ পয়সা। আর পূনর্মূল্যায়ন পরবর্তী এনএভি হয়েছে ৩৬ টাকা ৫৬ পয়সা।