z

রূপালী ব্যাংকের ৩৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

শেয়ার মার্কেট বিডি

আজ সোমবার রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে রূপালী ব্যাংকের ৩৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

এজিএমে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেন এমপি, পরিচালক অরিজিৎ চৌধুরী, আবু সুফিয়ান, একেএম দেলোয়ার হোসেন, দীনা আহসান, মো. খলিলুর রহমান, মো. রিজওয়ানুল হুদা ও মো. আবদুল বাছেত খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব এবিএম রুহুল আজাদ। অন্যদের মধ্যে ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক মো. মোরশেদ আলম খন্দকার, বেলায়েত হোসেন, মহাব্যবস্থাপকসহ ব্যাংকের কর্মকর্তা ও শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।

এজিএমে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৮ হিসাব বছরের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন করেছেন ব্যাংকটির শেয়ারহোল্ডাররা।

ব্যাংকিং খাত নিয়ে যখন নানা আলোচনা-সমালোচনা চলছে তখন সারা বছরই ইতিবাচক আলোচনায় ছিল ব্যাংকটি। তাই ব্যাংকটির এজিএম ঘিরে প্রত্যাশাও ছিল বিনিয়োগকারীদের। সেই প্রত্যাশা পূরণে সফল হয়েছে রূপালী ব্যাংক।

সভায় রূপালী ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেন এমপি বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। বাংলাদেশের উন্নয়নে নিয়ামকের ভূমিকা পালন করে চলেছে রূপালী ব্যাংক। সরকারের সব উন্নয়ন কর্মযজ্ঞে রূপালী ব্যাংকের সার্বিক সমর্থন অব্যাহত থাকবে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আতাউর রহমান প্রধান বলেন, ২০১৬ সালে যখন আমরা দায়িত্ব নিই, তখন এটি ছিল একটি লোকসানি ব্যাংক। সে সময় ব্যাংকটির লোকসান ছিল ১০০ কোটি টাকা। ২০১৭ সালে এসে ব্যাংকের মুনাফা হয়েছে ৫৩৭ কোটি টাকা। আর সর্বশেষ ২০১৮ সালেও সরকার, নিয়ন্ত্রক সংস্থা, পরিচালনা পর্ষদ ও কর্মকর্তা-কর্মচারীদের অব্যাহত সমর্থনের কারণে এ মুনাফার ধারা অব্যাহত রাখা সম্ভব হয়েছে।

 

  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com

মুদ্রার হার

নামাজের সময়সূচি