z
পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে- আর.এন স্পিনিং মিলস, রতনপুর স্টিল রি-রোলিং মিলস ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড।
আর. এন স্পিনিংয়ের এজিএম আগামী ১১ অক্টোবর দুপুর ১২টায় শালবন মাল্টি পারপাস হল, কুমিল্লা বিজিবি কোটবাড়িতে অনুষ্ঠিত হবে। ৩০ জুন, ২০১৭ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ২০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।
রতনপুর স্টিলের এজিএম আগামী ১২ অক্টোবর সকাল ১১টায় স্বরণিকা কমিউনিটি সেন্টার, ১৩ লাভ লেন, চিটাগংয়ে অনুষ্ঠিত হবে।
সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ২২ শতাংশ লভ্যাংশ দিয়েছে।
এদিকে ওয়েস্টার্ন মেরিনের দুই বছরের এজিএম অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর সকাল ১১টা ও সাড়ে ১১টায়। ওইদিন চিটাগং বোট ক্লাব, এয়ার পোর্ট রোড, ইস্ট পতেঙ্গা, চিটাগংয়ে অনুষ্ঠিত হবে।
কোম্পানিটি ২০১৬ সালের জন্য ১২ শতাংশ বোনাস ও ২০১৫ সালের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।