z
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি জনতা ইন্স্যুরেন্স লিমিটেড ৩১তম ইজিএম আগামী ১৮ জুলাই রবিবার সকাল ১১টায় বেনকিত হল অব বনানী ক্লাব,হাউজ -১০৫&১০৯/এফ, রোড-১, বনানী, ঢাকা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।