z
পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৫ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- তাকাফুল ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, সাউথইস্ট ব্যাংক, উত্তরা ফাইন্যান্স, আইসিবি ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, আইবিবিএল মুদারা বন্ড, জিএসপি ফাইন্যান্স, ডেল্টা ব্র্যাক হাউজিং, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, উত্তরা ব্যাংক, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, ইসলামিক ফাইন্যান্স, ট্রাস্ট ব্যাংক ও বিডি ফাইন্যান্স।
তাকাফুল ইন্স্যুরেন্স লিমিটেড:
তাকাফুল ইন্স্যুরেন্সের এজিএম আগামী ২০ মে সকাল ১০টায় (আইডিইবি ভবন, ১৬০/এ, কাকরাইল, ঢাকা) অনুষ্ঠিত হবে।
এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড:
এশিয়া ইন্স্যুরেন্সের এজিএম আাগামী ২১ মে বেলা ১১টায় (কিংস হল, স্পেক্ট্রা কনভেনশন সেন্টার লিমিটেড, হাউস-১৯, রোড-৭, গুলশান-১, ঢাকা) অনুষ্ঠিত হবে।
সাউথইস্ট ব্যাংক লিমিটেড:
সাউথইস্ট ব্যাংকের এজিএম আগামী ২২ মে সকাল সাড়ে ১০টায় (অফিসার্স ক্লাব, ২৬ বেইলি রোড ঢাকা) অনুষ্ঠিত হবে।
উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেড:
উত্তরা ফাইন্যান্সের এজিএম আগামী ২২ মে সকাল সাড়ে ১০টায় (স্পেক্ট্রা কনভেনশন সেন্টার লিমিটেড, হাউস-১৯, রোড-৭, গুলশান-১, ঢাকা) অনুষ্ঠিত হবে।
আইসিবি ইসলামীক ব্যাংক লিমিটেড:
আইসিবি ইসলামীক ব্যাংকের এজিএম আগামী ২৪ মে সকাল সাড়ে ১০টায় (ইউটিসি কনভেনশন হল, লেভেল-৫, ইউনিক ট্রেড সেন্টার, ৮ পান্থপথ, ঢাকা) অনুষ্ঠিত হবে।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড:
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজিএম ২৩ মে সকাল ১০টায় (কুর্মিটোলা গাল্ফ ক্লাব, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা) অনুষ্ঠিত হবে।
আইবিবিএল মুদারাবা পারপেচুয়াল বন্ড:
আাগমী ২৩ মে সকালে আইবিবিএল মুদারাবা-র এজিএম অনুষ্ঠিত হবে।
জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড:
জিএসপি ফাইন্যান্সের এজিএম ২৩ মে বেলা ১১টায় (রাওয়া কনভেনশন হল, হল নং-১ (হেলমেট), ভিআইপি রোড, মহাখালি ঢাকা) অনুষ্ঠিত হবে।
ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স লিমিটেড:
ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের এজিএম ২৩ মে সকাল সাড়ে ১০টায় (সিক্স সেসন হোটেল, রোড-৯৬, হাউস-১৯, গুলশান-২, ঢাকা) অনুষ্ঠিত হবে।
পাইওনিয়ার ইন্স্যুরেন্স লিমিটেড:
পাইওনিয়ার ইন্স্যুরেন্সের এজিএম ২৩ মে বেলা ১১টায় (স্পেক্ট্রা কনভেনশন সেন্টার লিমিটেড, হাউস-১৯, রোড-৭, গুলশান-১, ঢাকা) অনুষ্ঠিত হবে।
উত্তরা ব্যাংক লিমিটেড:
উত্তরা ব্যাংকের এজিএম আগামী ২৪ মে বেলা ১১টায় (ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরা, রাজদর্শন (হল-৩) এবং নীচতলা সেমিনার হল (হল-৫) জোয়ারসারা, খিলক্ষেত, ঢাকা) অনুষ্ঠিত হবে।
ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স লিমিটেড:
ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের এজিএম ২৪ মে বেলা ৩টায় (স্পেক্ট্রা কনভেনশন সেন্টার লিমিটেড, হাউস-১৯, রোড-৭, গুলশান-১, ঢাকা) অনুষ্ঠিত হবে।
ইসলামীক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড:
ইসলামিক ফাইন্যান্সের এজিএম ২৪ মে সকাল সাড়ে ১০টায় (আইডিইবি ভবন, ১৬০/এ, কাকরাইল, ঢাকা) অনুষ্ঠিত হবে।
ট্রাস্ট ব্যাংক লিমিটেড:
ট্রাস্ট ব্যাংকের এজিএম ২৪ মে বেলা ১১টায় (ট্রাস্ট মিলনায়তন, ৫৪৫, পুরাতন এয়ারপোর্ট রোড, বীর শ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীর গেট, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা) অনুষ্ঠিত হবে।
বিডি ফাইন্যান্স লিমিটেড:
বিডি ফাইন্যান্সের এজিএম ২৪ মে সকাল সাড়ে ১০টায় (বিসিআইসি অডিটরিয়াম, ৩০-৩১ দিলকুশা বা/এ, ঢাকা) অনুষ্ঠিত হবে।