z
পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামীকাল ২৮ ডিসেম্বর, বুধবার অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হচ্ছে- জাহিন টেক্সটাইল, হামিদ ফেব্রিক্স, অগ্নি সিস্টেমস, আরএসআরএম লিমিটেড ও কে অ্যান্ড কিউ।
এজিএমে ৩০ জুন, ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিগুলোর ঘোষিত লভ্যাংশের পাশাপাশি বর্ষিক প্রতিবেদনও অনুমোদন করা হবে বলে জানা গেছে।
জাহিন টেক্সটাইল
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ ডিসেম্বর সকাল ১০ টায় পুরাতন রিহাবিলিটেশন সেন্টার, কুড়িবাড়ী, মনিপুর, গাজীপুরে অনুষ্ঠিত হবে। জাহিন টেক্সটাইল লিমিটেড সমাপ্ত অর্থবছরের জন্য ৭ শতাংশ ক্যাশ এবং ৮ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।
হামিদ ফেব্রিক্স
এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ ডিসেম্বর, সকাল ১১টায় ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হবে। হামিদ ফেব্রিক্স লিমিটেড সমাপ্ত হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেয়।
অগ্নি সিস্টেমস
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ ডিসেম্বর, সকাল ১০টায়, স্পেক্ট্রা কনভেনশন হল, গুলশানে অনুষ্ঠিত হবে। অগ্নি সিস্টেমস লিমিটেড সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টকসহ মোট ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
আরএসআরএম লিমিটেড
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ ডিসেম্বর, সকাল ১১টায়, সরনিকা কমিউনিটিনেন্টার, চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। আরএসআরএম স্টিল লিমিটেড সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে ।
কে অ্যান্ড কিউ
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় হোটেল সুন্দরবন, ১১২ বীর উত্তম সিআর দত্ত রোড, ঢাকায় অনুষ্ঠিত হবে। কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) লিমিটেড ৩০ জুন সমাপ্ত ১৮ মাসের জন্য এ নো ডিভিডেন্ড ঘোষনা করেছে।