z

আগামী ২১ ডিসেম্বর, বুধবার ৮ কোম্পানির এজিএম

শেয়ার মার্কেট বিডি

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৮ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামীকাল ২১ ডিসেম্বর, বুধবার অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হচ্ছে- বিডি ফাইন্যান্স, ফু-ওয়াং সিরামিকস, ফু-ওয়াং ফুডস, খান ব্রাদার্স, দেশবন্ধু পলিমার, ন্যাশনাল টি, জিকিউ বলপেন ও দুলামিয়া কটন।

এজিএমে ৩০ জুন, ২০১৬ সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিগুলোর ঘোষিত লভ্যাংশের পাশাপাশি বর্ষিক প্রতিবেদনও অনুমোদন করা হবে বলে জানা গেছে।

বিডি ফাইন্যান্স
কোম্পানিটির ২ বছরের এজিএম যথাক্রমে সকাল সাড়ে ১০টায় ও দুপুর ১২টায় আইডিইবি ভবন, কাকরাইল, ঢাকাতে অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি কোন প্রকার লভ্যাংশ দেয়নি।

ফু-ওয়াং সিরামিকস
কোম্পানিটির এজিএম সকাল ৯টায় স্পেক্টা কনভেনশন হল, ঢাকাতে অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

ফু-ওয়াং ফুডস
কোম্পানিটির এজিএম সকাল ১১টায় রাওয়া কনভেনশন হল, মহাখালী, ঢাকাতে অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

খান ব্রাদার্স
কোম্পানিটির এজিএম সকাল সাড়ে ১০টায় কেবিজি টাওয়ার, মালিবাগ, ঢাকাতে অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ১১ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।

দেশবন্ধু পলিমার
কোম্পানিটির এজিএম সকাল ৯টায় ফ্যাক্টরী প্রাঙ্গণ, নরসিংদীতে অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি কোন প্রকার লভ্যাংশ দেয় নি।

ন্যাশনাল টি
কোম্পানিটির এজিএম সকাল সাড়ে ১০টায় হোটেল পূর্বাণী, দিলকুশা, ঢাকাতে অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

জিকিউ বলপেন
কোম্পানিটির এজিএম সকাল ৯টায় জিকিউ ভবন, মগবাজার, ঢাকাতে অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

দুলামিয়া কটন
কোম্পানিটির এজিএম সকাল সাড়ে ১০টায় হোটেল সুন্দরবন, ঢাকাতে অনুষ্ঠিত হবে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি কোন প্রকার লভ্যাংশ দেয়নি।

 

  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com

মুদ্রার হার

নামাজের সময়সূচি