z
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ৩০ মার্চ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রে আরও জানা গেছে, ওইদিন সকাল ১০টায় এজিএম অনুষ্ঠিত হবে। এজিএম অনুষ্ঠিত হবে মাইডাস সেন্টার (১৩ তলা), হাউজ -০৫, রোড-০৬ (নতুন), ২৭ (পুরাতন) ধানমন্ডি, ঢাকা-১২০৯ ।
প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরে লংকাবাংলা ফাইন্যান্স শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৬ পয়সা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৬ টাকা ০২ পয়সা।