z
আজ ০১ জানুয়ারি, ২০১৭ রবিবার সপ্তাহের প্রথম কার্যদিবসে শুরু হচ্ছে নতুন বছর। পুরনো সব বেদনাকে পেছনে ফেলে নতুন করে এগিয়ে যাওয়ার স্বপ্ন নিয়ে নতুন বছরের প্রথম কার্যদিবস থেকে ইতিবাচক ধারার প্রত্যশা করছেন দেশের পুঁজিবাজারের বিনিয়োগকারীরা। দীর্ঘদিনের মন্দাভাব ও আস্থার সংকট কাটিয়ে উঠতে শুরু করেছে দেশের পুঁজিবাজার।
শেয়ার দর ও সূচকে ফিরে এসেছে ঊর্ধ্বমুখী প্রবণতা। লেনদেনেও গতি ফিরে আসছে। পুঁজিবাজারে বিনিয়োগকারীদের মধ্যে কিছুটা আস্থা ফিরে এসেছে, তা বলা যেতেই পারে।
পর্যালোচনায় দেখা যায়, ২০১৬ সালে দেশের পুঁজিবাজারে বিদেশী বিনিয়োগ বেড়েছে। অন্যান্য সূচকের ইতিবাচক ধারার পাশাপাশি আশানুরূপভাবে বেড়েছে বাজার মূলধনও। বছরের শেষ দিকে এসে দুই বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠে আসে সূচক। পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও স্টক এক্সচেঞ্জের বেশকিছু পদক্ষেপ বাজারে স্থিতিশীলতার সঙ্গে ভালো ভবিষ্যতের আশা দেখায়।
ব্যাংক আমানতে সুদহার কমে যাওয়া, সরকারি কোম্পানিগুলোর পুঁজিবাজারে আসার নতুন সম্ভাবনা, সরকারের ঊর্ধ্বতন পর্যায় থেকে শেয়ারবাজারের প্রতি সমর্থনসূচক বক্তব্য ও সংশোধিত পাবলিক ইস্যু রুলসের অধীনে তালিকাভুক্ত হতে অনেক সম্ভাবনাময় কোম্পানির আবেদন বাজার সম্পর্কে বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। সব মিলিয়ে ২০১৭ সালকে শেয়ারবাজারের জন্য ঘুরে দাঁড়ানোর বছর হিসেবেই দেখছেন বাজার সংশ্লিষ্টরা।