z

মোজাফ্ফর হোসেন স্পিংনিংয়ের দ্বিগুণ উৎপাদন বাড়ছে

শেয়ার মার্কেট বিডি

সুতা তৈরির তৈরি প্রকল্প চালু করতে যাচ্ছে মোজাফ্ফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড। গাজীপুরে ১৬৬ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প আগামীতে চালু করা হবে। কোম্পানির কর্তৃপক্ষ দ্বিগুনেরও বেশি উৎপাদন বৃদ্ধির লক্ষে কাজ অনেক এগিয়ে নিয়েছে।

সিম গ্রুপের এ কোম্পানির �দ্বিগুনেরও বেশি� উৎপাদন বৃদ্ধি সম্পর্কে কথা হয় মোজাফ্ফর হোসেন স্পিনিং মিলসের সেক্রেটারি শাহাজুল ইসলামের সঙ্গে। তিনি উৎপাদন বৃদ্ধির কথা জানিয়ে বলেন, নতুন প্রকল্প চালু করতে টাকার সংস্থান চলছে। কোম্পানির মোট উৎপাদনের চেয়েও অনেক বেশি রিং প্রজেক্ট থেকে উৎপাদন আসবে।

সম্প্রতি তিনি বলেন, গাজীপুরে প্রকল্প বাস্তবায়নে ব্যয় হচ্ছে ১৬৬ কোটি টাকা। এরমধ্যে ১০০ কোটি টাকা বিদেশি ঋণ, ৫০ কোটি টাকা দেশি ব্যাংক ঋণ এবং বাকি ১৬ কোটি টাকা কোম্পানি ব্যয় করবে।

এর আগে প্রকল্প বাস্তবায়নে ১৫ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ সুবিধা নিতে কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকের সিদ্ধান্ত ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ ওয়েবসাইটে প্রকাশ করে।ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) অনুমোদিত ইসলামিক করপোরেশন ফর দ্য ডেভেলপমেন্ট অব দ্য প্রাইভেট সেক্টর (আইসিডি) থেকে এএএ ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের সহায়তায় ঋণ সুবিধার কথা প্রকাশ করা হয়।

কোম্পানির সেক্রেটারি শাহাজুল ইসলাম বলেন, রিং প্রজেক্টে কোম্পানির এখন বছরে মোট উৎপাদন হচ্ছে প্রায় ১ কোটি কেজি। নতুন যে প্রকল্প হচ্ছে সেখানে বাৎসরিক উৎপাদন হবে ১ কোটি ৩০ লাখ কেজি। তবে উৎপাদন বাড়ানোর আরো সক্ষমতা রয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, গত বছরের অক্টোবর মাসে মোজাফ্ফর হোসাইন স্পিনিং মিলস নতুন দুটি রোটর মেশিন স্থাপন করে। এর মাধ্যমে কোম্পনিটির বার্ষিক উৎপাদন ক্ষমতা প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পায়। দুটি রোটর মেশিন স্থাপনের জন্য কোম্পানিটির ব্যয় হয়েছে ৩ কোটি ৮৪ লাখ ৭৬ হাজার ৯৪০ টাকা। ফলে কারখানার উৎপাদন বাড়বে প্রায় ৩০ শতাংশ।

 

  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com

মুদ্রার হার

নামাজের সময়সূচি