z

ইউনাইটেড এয়ারের ৭ টি বিমান আসছে

শেয়ার মার্কেট বিডি

ইউনাইটেড এয়ারের ৭ টি বিমান আসছে। বিদেশি বিনিয়োগের বিষয়ে ইস্যু ব্যবস্থাপক বা নিয়ন্ত্রক সংস্থার চলতি মাসে (অক্টোবর) দিনক্ষণ নির্ধারণ করার সম্ভাবনা রয়েছে। বিদেশি বিনিয়োগের দিনক্ষণ নির্ধারণ হলেই বিমান আসবে। উন্নত মানের ৭টি এয়ার বাস আসবে। বিদেশি ৫টি কোম্পানির অর্থায়নে এসব এয়ার বাস দেশে আসছে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন ক্রমে আমরা বিমান আনবো। ইতোমধ্যে এয়ার বাস ক্রয়ের সব প্রক্রিয়া আমরা এগিয়ে রেখেছি। নিয়ন্ত্রক সংস্থা দ্রুত ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দিয়েছে। দিনক্ষণ নির্ধারণ হলেই বিমান আসবে।

তবে সবার আগে ৩২০ সিটের দেশের বিভিন্ন রুটে চলাচলের যোগ্য দুটি বিমান আসবে।

একান্ত সাক্ষাতকারে সম্প্রতি এসব কথা বলেন ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিটেডের এমডি ক্যাপ্টেন তাসবিরুল আহমেদ চৌধুরী। আলোচনায় তিনি বাংলাদেশে সবচেয়ে বড় বহরে বিমান উড্ডয়নের বিভিন্ন সম্ভাবনার চিত্র তুলে ধরেন।

এয়ার বাস কিনতে বিলম্বের কারণ সম্পর্কে তিনি বলেন, আমাদের প্রতিনিধি দল বিমান দেখতে (পরিদর্শন) যাওয়ার সার্বিক প্রস্তুতি নিয়েছে। নিয়ন্ত্রণ কমিশন প্রথম ধাপে যে ৪০০ কোটি টাকা বিদেশি বিনিয়োগের অনুমোদন দিয়েছে, সেই টাকা উত্তোলনের দিনক্ষণ দ্রুত নির্ধারণের সম্ভাবনা রয়েছে।

৪০০ কোটি টাকা উত্তোলনের দিনক্ষণ নির্ধারণ হলেই আমাদের প্রতিনিধিদল বিমান পরিদর্শন করতে যাবে। ৫টি দেশ থেকে বিদেশি কোম্পানির অর্থায়নে এসব বিমান আসবে। এরপরে নতুন দিনে এবং নতুন রুপে বিমান আকাশেও উড়বে।


মুদ্রার হার

নামাজের সময়সূচি