z
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র (টেক্সটাইল) খাতের কোম্পানি মিথুন নিটিং এন্ড ডাইং লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২৩ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য কোন লভ্যাংশ ঘোষণা করেনি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানি জানিয়েছে, ২০ সেপ্টেম্বর, ২০১৯ থেকে কারখানার কার্যক্রম স্থগিত করার কারণে, শেয়ার প্রতি আয় এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো শূন্য হয়েছে। এ ব্যাপারে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
কোম্পানিটি আরও উল্লেখ করেছে, CEPZ MKDL এর সাথে ইজারা চুক্তি বাতিল করেছে যা ২৬.০২.২০১৯ থেকে কার্যকর এবং ১৬.০৯.২০২১ তারিখের নোটিশের মাধ্যমে কোম্পানির সম্পদের নিলাম বিজ্ঞপ্তির বিষয়ে কোম্পানি ব্যবস্থাপনা পরিষদকে অবহিত করেছে। তাই বিএসইসি কর্তৃক সুপারিশকৃত তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদন দাখিলের আগে কোম্পানির নিট সম্পদ মূল্য (এনএভি) প্রকাশ করা সম্ভব নয়।