z
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল (ইঞ্জিনিয়ারিং) খাতের কোম্পানি ওয়াইম্যাক্স ইলেকট্রোডস লিমিটেড পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে কোম্পানিটি মূলধন বাড়ানোর সম্মতি পেয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি বিদ্যমান ৬৭ কোটি ৮ লাখ ৪৭ হাজার ৮১০ টাকা থেকে ৭৩ কোটি ৮ লাখ ৪৭ হাজার ৮১০ টাকা মূলধন বাড়াবে।
ওয়াইম্যাক্স জো হোল্ডিংসের ৫৭ লাখ ৬০ হাজার শেয়ার, ওফেনহ্যাফেন হোল্ডিংসের ১ লাখ ২০ হাজার এবং এনজে হোল্ডিংস লিমিটেডের কাছে ১ লাখ ২০ হাজার শেয়ার ইস্যু করে মূলধন বাড়াবে।