z

লিগ্যাসি ফুটওয়্যারের লেনদেন তদন্তে ডিএসইকে নির্দেশ

শেয়ার মার্কেট বিডি

পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়া শিল্প (ট্যানারি ইন্ডাসট্রিস) খাতের কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের শেয়ার লেনদেন ও অস্বাভাবিক মূল্য বৃদ্ধির বিষয়টি খতিয়ে দেখতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ডিএসইকে এই নির্দেশ দিয়েছে।

সূত্র অনুসারে, গত ১৪ সেপ্টেম্বর বিএসইসির সার্ভেলেইন্স বিভাগ লিগ্যাসি ফুটওয়্যারের লেনদেন তদন্তের নির্দেশ দিয়ে একটি আদেশ জারি করেছে।

এ আদেশে আগামী ২০ কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

আদেশ অনুসারে, ডিএসইতে চলতি বছরের ১৯ মার্চ থেকে পরবর্তী সময়ের লেনদেন খতিয়ে দেখতে হবে। এই সময়ের মধ্যে কোম্পানিটির শেয়ারের দাম কয়েকগুণ বেড়েছে। গত ১৯ মার্চ, ডিএসইতে লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ারের দাম ছিল ৪২ টাকা ৩০ পয়সা। গত ৬ আগস্ট তা বেড়ে ১৩৬ টাকা ৫০ পয়সা দাঁড়ায়। এটিকে শেয়ার মূল্যের অস্বাভাবিক গতিবিধি মনে করছে বিএসইসি।

 

  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com

মুদ্রার হার

নামাজের সময়সূচি