z
পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়া শিল্প (ট্যানারি ইন্ডাসট্রিস) খাতের কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের সুদ মওকুফ করেছে রাষ্ট্রায়ত্ত্ব রূপালী ব্যাংক লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, লিগ্যাসি ফুটওয়্যারের কাছে সুদসহ রূপালী ব্যাংকের পাওনা ছিল ৩১ কোটি ৫৯ লাখ ৫৭ হাজার ৭৪১ টাকা। তবে সম্প্রতি সুদের অর্থ (১৯ কোটি ৯৩ লাখ ১০ হাজার ৪৩৮ টাকা) মওকুফ করে দিয়েছে রাষ্ট্রায়ত্ত্ব রূপালী ব্যাংক।
সুদ মওকুফের পর লিগ্যাসি ফুটওয়্যারকে ১১ কোটি ৬৬ লাখ ৪৭ হাজার ৩০৩ টাকা পরিশোধ করতে হবে। পরিশোধিত মূলধন বৃদ্ধির মাধ্যমে এ অর্থ পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।