z

সহযোগী প্রতিষ্ঠান প্রতিষ্ঠা ও ডিজিটাল ব্যাংকে বিনিয়োগ করবে প্রাইম ব্যাংক

শেয়ার মার্কেট বিডি

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি প্রাইম ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ ব্যবসা সম্প্রসারণ ও বহুমুখী করার সিদ্ধান্ত নিয়েছে। ব্যাংকটি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ডিজিটাল ব্যাংকে বিনিয়োগ করা ছাড়াও মিউচুয়াল ফান্ড ও অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড পরিচালনার জন্য একটি সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি গঠন করবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) পরিচালনার লক্ষ্যে প্রাইম ব্যাংক একটি সহযোগী প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করবে। যার পরিশোধিত মূলধন হবে ৪৫ কোটি টাকা। একটি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি প্রতিষ্ঠা করবে, যার পরিশোধিত মূলধন হবে ১০ কোটি টাকা।

অন্যদিকে দেশের ১০টি বাণিজ্যিক ব্যাংক 'ডিজি১০ ব্যাংক পিএলসি' নামে একটি ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার জন্য যে কনসোর্টিয়াম গঠন করছে, প্রাইম ব্যাংক তাতে যোগ দেবে। প্রস্তাবিত ব্যাংকের পরিশোধিত মূলধনের ১০ শতাংশ যোগান দেবে প্রাইম ব্যাংক, যার পরিমাণ হবে ১২ কোটি ৫০ লাখ টাকা।

সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর সম্মতি সাপেক্ষে আলোচিত সিদ্ধান্ত কার্যকর হবে।

 

  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com

মুদ্রার হার

নামাজের সময়সূচি