z
পুঁজিবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন (ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যালস্) খাতের কোম্পানি জে এম আই হসপিটাল রিকুইসিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড সহযোগী প্রতিষ্ঠান একটি হাসপাতাল প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়েছে। এর নাম হবে- জেএমআই স্পেশালাইজড হসপিটাল লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, জেএমআই স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের অনুমোদিত মূলধন হবে ৫০ কোটি টাকা। আর ২০ কোটি টাকা হবে এর পরিশোধিত মূলধন। কোম্পানিটির ৬৫ শতাংশ শেয়ার ধারণ করবে জে এম আই হসপিটাল রিকুইসিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড। আগামী বছরের জুলাই মাসের মধ্যে এটি চালু হবে।সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে এই সিদ্ধান্ত কার্যকর হবে।