z
পুঁজিবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন (ফার্মাসিউটিক্যাল অ্যান্ড কেমিক্যালস্) খাতের কোম্পানি দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসির শতভাগ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান (Subsidiary Company) এপিআই ইন্ডাস্ট্রিতে (Active Pharmaceutical Ingredients-API) তথা ওষুধের মৌলিক কাঁচামাল উৎপাদন শিল্পে বিনিয়োগ করবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, ১০ কোটি টাকায় ইবনে সিনা এপিআই ইন্ডাস্ট্রি লিমিটেডের সব শেয়ার সাবস্ক্রাইব তথা কেনার সিদ্ধান্ত হয়েছে। এ টাকায় মূলধনী যন্ত্রপাতি আমদানি করবে ইবনে সিনা এপিআই ইন্ডাস্ট্রি লিমিটেড।