z
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র (টেক্সটাইল) খাতের কোম্পানি সি এন্ড এ টেক্সটাইলস্ লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২২ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য দশমিক ৪০ শতাংশ (অর্থাৎ শেয়ার প্রতি ৪ পয়সা) নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্রে জানা গেছে, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১০ পয়সা।গত বছরের একই সময় কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছিল ০৫ টাকা ০৭ পয়সা।
আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ০৩ টাকা ৬১ পয়সা (নেগেটিভ) এবং শেয়ার প্রতি নেট ক্ল্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০৪ পয়সা।
আগামী ৮ আগস্ট ডিজিটাল প্লাটফর্মে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর আগামী ৩১ জুলাই রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য ৩০ জুন, ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২০ ও ২০২১ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য কোন লভ্যাংশ ঘোষণা করেনি।