z

অদম্য গতিতে ছুটছে ফু-ওয়াং ফুড

শেয়ার মার্কেট বিডি

দিনের পর দিন ফ্লোর প্রাইসে আটকে থাকা ফু-ওয়াং ফুডের শেয়ার দাম এখন অদম্য গতিতে বাড়ছে। মাত্র পাঁচ দিনে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে প্রায় ৪২ শতাংশ। দাম বাড়ার পাশাপাশি কোম্পানিটির শেয়ার বড় অঙ্কেও লেনদেন হচ্ছে।

অথচ কিছুদিন আগেই কোম্পানিটির শেয়ারের কোনো ক্রেতা ছিল না। ক্রেতা না থাকায় ৪ সেপ্টেম্বর, ২০২২ সাল থেকে কোম্পানিটির শেয়ার দাম ২৩ টাকা ৫০ পয়সায় অর্থাৎ ফ্লোর প্রাইসে আটকে থাকে।

গত ৬ জুলাই অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য আছে কিনা জানতে চেয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

অথচ আজ রবিবারও কোম্পানিটির শেয়ার দাম একদিনে যতটা বাড়া সম্ভব ততটাই বেড়েছে অর্থাৎ সার্কিট ১০ শতাংশ। আজ কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ৩ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ। আর লেনদেন হয়েছে ৯৬ লাখ ৬ হাজার ৬৫৫টি বেশি শেয়ার।

হঠাৎ করে কোম্পানিটির শেয়ারের এমন দাম বাড়ার পেছনে কোনো বিশেষ চক্র রয়েছে বলে অভিযোগ করছেন শেয়ারবাজার সংশ্লিষ্টরা। কোনো বিশেষ গ্রুপ ছাড়া হঠাৎ করে কোনো কোম্পানির শেয়ারের এমন দাম বাড়ানো এবং এত বিপুল পরিমাণ লেনদেন করা সম্ভব না।

ফু-ওয়াং ফুড কোম্পানিটি ২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১১ কোটি ৮ লাখ ৩৯ হাজার ২৮৪টি। এর মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে আছে মাত্র ৭ দশমিক ৮৫ শতাংশ। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে ৮০ দশমিক ২২ শতাংশ শেয়ার। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আছে ১০ দশমিক ৮৫ শতাংশ এছাড়াও বিদেশিদের কাছে আছে ১ দশমিক শূন্য ৮ শতাংশ।

৩০ জুন, ২০২২ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি বিনিয়োগকারীদের কোন লভ্যাংশ ঘোষণা না করলেও পরবর্তীতে ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্ধ বার্ষিকী অর্থাৎ দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা দশমিক ৫০ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ দিয়েছে।

 

  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com

মুদ্রার হার

নামাজের সময়সূচি