z
পুঁজিবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক লিমিটেড ৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে। এ বন্ড হবে রূপান্তর অযোগ্য বা নন কনভারটেবল বেয়ারিং সাব-অর্ডিনেন্ট বন্ড। এই বন্ডের মেয়াদ হবে ইস্যুর তারিখ থেকে পরবর্তী ৬ বছর। মঙ্গলবার বিএসইসির ৫১৬ তম সভায় এই বন্ডের অনুমোদন দেওয়া হয়।
সিটি ব্যাংকের নন কনভারটেবল বেয়ারিং সাব-অর্ডিনেন্ট বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা।
ব্যাংকের নিজস্ব এবং যে সকল প্রাইভেন্ট কমার্শিয়াল ব্যাংকের ৬ মাসের গড় আমানত হার এর মধ্যে যেটি বেশি তার ওপর ২.৫০ শতাংশ হারে বার্ষিক কুপন প্রদান করা হবে এই বন্ডের বিপরীতে। প্রাইভেট প্লেলেসমেন্টের মাধ্যমে এই বন্ড বিক্রি করা হবে। তবে ব্যাংকের বর্তমান শেয়াহোল্ডারা এই বন্ড কিনতে পাবরে না। এই বন্ড ইস্যুর মাধ্যমে টাকা উত্তোলন করে ব্যাংকের ব্যালেস টু এর শর্ত পুরণ করবে।
এই বন্ডের ম্যানেডেটেড লিড অ্যারেনজার এবং ট্রাস্টি হিসেবে কাজ করছে যথাক্রমে আইডিএলসি ফিন্যান্স লিমিটেড এবং ট্রাস্ট ব্রাংক লিমিটেড।