z
পুঁজিবাজারে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডের (এটিবি) অধীনে তালিকাভুক্ত কোম্পানি প্রাণ অ্যাগ্রো প্রথম বন্ড হিসাবে আজ এটিবিতে লেনদেন শুরু করেছে। গত ২ জানুয়ারি এটিবিতে তালিকাভুক্ত হয়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ডিএসইতে প্রাণ অ্যাগ্রোর ট্রেডিং কোড "PALUGB1"। আর কোম্পানি কোড ৫৫০০১।
বন্ডটি "কর্পোরেট বন্ড" সেক্টরের অধীনে এটিবিতে লেনদেন করবে।
সমাপ্ত হিসাব বছরে বন্ডটি শেয়ার প্রতি আয় করেছে ১৩০ টাকা ৭৮ পয়সা। আগের বছর কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ১০১ টাকা ৯৩ পয়সা।
আলোচ্য সময়ে বন্ডটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ৫৯৮ টাকা ১৯ পয়সা।