z

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের লেনদেন শুরু ১৩.৩০ টাকায়

শেয়ার মার্কেট বিডি

পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) সম্পন্ন করা ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেন আজ ১৮ ডিসেম্বর ১৩.৩০ টাকায় শুরু হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়,এর আগে কোম্পানিটি ১৪ ডিসেম্বর, বুধবার লেনদেনের তারিখ নির্ধারণ করা হয়েছিল। অনিবার্য কারণে কোম্পানিটি লেনদেনের তারিখ পরিবর্তন করেছে। তাই কোম্পানিটির অ্যাডজাস্ট ওপেনিং প্রাইস নির্ধারণ করা হয়েছে ১২.১০ টাকা। তবে কোম্পানিটির শেয়ার দর ১.২০ টাকা বা ৯.৯২ শতাংশ বেড়েছে ১৩.৩০ টাকায় শুরু হয়েছে।

"এন" ক্যাটাগরিভুক্ত ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ডিএসইতে ট্রেডিং কোড : "ICICL" এবং কোম্পানি কোড হচ্ছে- 25756।

সূত্র জানায়, মঙ্গলবার ১৩ ডিসেম্বর সিডিবিএলের মাধ্যমে কোম্পানিটির শেয়ার বিও হিসাবে জমা হয়েছে।

ডিএসইর তথ্য মতে, পুঁজিবাজারে বিনিয়োগ, সরকারি ডিপোজিট ক্রয়, স্থায়ী আমানতে বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যবহারের জন্য ১০ টাকা মূল্যে দুই কোটি ২ লাখ ৬১ হাজার ১০৬টি শেয়ার ইস্যুর মাধ্যমে ২০ কোটি ২৬ লাখ টাকা উত্তোলন করবে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স লিমিটেড।

গত ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির আইপিও অনুমোদন করেছে।

আইপিওতে কোম্পানিটি ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট, প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট ও ইসি সিকিউরিটিজ। কোম্পানির নিরীক্ষক হিসেবে রয়েছে ইসলাম, আফতাব অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস।

 

  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com

মুদ্রার হার

নামাজের সময়সূচি