z

এনভয় টেক্সটাইলকে এডিবির ১ কোটি ডলার ঋণ

শেয়ার মার্কেট বিডি

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র (টেক্সটাইল) খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলস্‌ লিমিটেডকে এক কোটি ৮০ হাজার ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। টেকসই ও সাশ্রয়ী বস্ত্রশিল্পের সম্প্রসারণ এবং এ খাতে স্থানীয় কর্মসংস্থান বাড়ানোর উদ্দেশ্যে এই ঋণ দেওয়া হচ্ছে। এনভয় টেক্সটাইলসের জ্বালানি সাশ্রয়ী স্পিনিং মেশিনারিজ কেনা এবং সংযোজনে ঋণের এই অর্থ কাজে লাগানো হবে।

রোববার রাজধানীর পান্থপথে এনভয় টাওয়ারে এ বিষয়ে একটি ঋণচুক্তি স্বাক্ষরিত হয়।চুক্তিতে সই করেন এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং এবং এনভয় টেক্সটাইলসের চেয়ারম্যান কুতুবুদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে এডিবির ভাইস প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি হচ্ছে তৈরি পোশাক। এনভয় টেক্সটাইল ডেনিম উৎপাদনে অন্যতম। আধুনিক যন্ত্রপাতি স্থাপনে প্রতিষ্ঠানটির উৎপাদন সক্ষমতা আরও বাড়বে। এতে আমদানি নির্ভরতা কমবে। টেকসই ও পরিবেশবান্ধব জ্বালানি সাশ্রয় উৎপাদন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। এর মাধ্যমে দুই দশক পর বাংলাদেশে বস্ত্র খাতে বিনিয়োগে ফিরল এডিবি।

এডিবির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ময়মনসিংহের ভালুকার জামিরদিয়ায় দ্বিতীয় ইয়ার্ন স্বয়ংক্রিয় স্পিনিং মিল স্থাপনে এডিবির ঋণের অর্থ কাজে লাগানো হবে। বছরে ৩ হাজার ৬০০ টন সুতা উৎপাদনের আশা করা হচ্ছে। এটি এনভয় ডেনিম কারখানায় ব্যবহার করা হবে।

 

  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com

মুদ্রার হার

নামাজের সময়সূচি