z

উৎপাদন বন্ধের সময় ১৫ দিন বাড়িয়েছে আল-হাজ্ব টেক্সটাইল

শেয়ার মার্কেট বিডি

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র (টেক্সটাইল) খাতের কোম্পানি আল-হাজ্ব টেক্সটাইল মিলস্‌ লিমিটেডের সুতার উৎপাদন ও কারখানা বন্ধ রাখার সময় আরো ১৫ দিন বেড়েছে। আগামী ২৫ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত কারখানার উৎপাদন আবারও বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

গত ২৫ জুন থেকে ২৪ জুলাই, এই এক মাস কারখানাটি বন্ধ ছিলো।

কোম্পানিটি কারখানার উৎপাদন বন্ধ রাখার তিনটি কারণ দেখিয়েছে। চলতি মূলধনের (Working Capital) তীব্র সঙ্কট, বাজারে পণ্যের চাহিদা না থাকা ও বর্তমানে গুদাম মজুদ পণ্যে পরিপূর্ণ থাকায় নতুন পণ্য রাখার জায়গার অভাব।

প্রাথমিকভাবে এক মাসের জন্য কারখানাটি বন্ধ ছিল। নতুন করে এর মেয়াদ আরও বাড়ানো হয়েছে। সমস্যাগুলোর সমাধান করে, বিশেষ করে চলতি মূলধনের ঘাটতি দূর করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com

মুদ্রার হার

নামাজের সময়সূচি