z
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র (টেক্সটাইল) খাতের কোম্পানি আল-হাজ্ব টেক্সটাইল মিলস্ লিমিটেডের পরিচালনা পর্ষদ আগামী ১ মাস বা ৩০ দিন উৎপাদন ও কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্রে জানা গেছে, কোম্পানিটির উৎপাদন বন্ধ রাখার কারণ চলতি মূলধনের (Working Capital) তীব্র সঙ্কট, বাজারে পণ্যের চাহিদা না থাকা ও বর্তমানে গুদাম মজুদ পণ্যে পরিপূর্ণ থাকায় নতুন পণ্য রাখার জায়গার অভাব। ফলে ২৫ জুন থেকে ২৪ জুলাই পর্যন্ত কোম্পানিটির উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।