z

স্থগিতাদেশ প্রত্যাহার করে স্পট মার্কেটে মুন্নু স্টাফলার্স

শেয়ার মার্কেট বিডি

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল (ইঞ্জিনিয়ারিং) খাতের কোম্পানি মুন্নু জুট স্টাফলার্স লিমিটেডের লেনদেন স্থগিতাদেশ প্রত্যাহার করে স্পট মার্কেটে পাঠিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সূত্র জানায়, এর আগে গত ১৬ আগষ্ট শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ৩ কোম্পানির লেনদেনে ৩০ দিনের জন্য দেয় স্থগিতাদেশ কমিশন।কোম্পানিগুলো হলো-মুন্নু জুট স্টাফলার্স, বিডি অটোকারস এবং লিগ্যাসি ফুটওয়্যার। পরবর্তীতে মুন্নু জুট স্টাফলার্সের লেনদেন স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হয়।যা আজ প্রত্যাহার করা হলো। এর আগে চলতি মাসের শুরুতে অপর দুই কোম্পানির স্থগিতাদেশ প্রত্যাহার করে কমিশন।

লেনদেনের স্থগিতাদেশ প্রত্যাহার করলেও কোম্পানির শেয়ার লেনদেনে কোনো ধরনের আর্থিক সুবিধা প্রদান করা হবে না।

উল্লেখ্য, লেনদেনে স্থগিতাদেশ প্রত্যাহারের আদেশ ১৮ অক্টোবর কার্যকর হবে।

 

  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com

মুদ্রার হার

নামাজের সময়সূচি