z
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল (ইঞ্জিনিয়ারিং) খাতের কোম্পানি ন্যাশনাল টিউবস লিমিটেডের তৃতীয় প্রান্তিকের (জুলাই, ১৬-মার্চ, ১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪ টাকা ০৪ পয়সা। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
গত বছরের একই সময়ে কোম্পানির শেয়ার প্রতি লোকসান ছিল ১ টাকা ৩৩ পয়সা। কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৯৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৫ টাকা ০৩ পয়সা।
এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ২১৩ টাকা ৮২ পয়সা। যা গত বছরের একই সময়ে ছিল ২৩৭ টাকা ৭১ পয়সা।