z

প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ৬ কোম্পানির কাছে শেয়ার বেচবে ইউনাইটেড এয়ার

শেয়ার মার্কেট বিডি

পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও পর্যটন (ট্র্যাভেল অ্যান্ড লেইজার) খাতের কোম্পানি ইউনাইটেড এয়ারওয়েজ লিমিটেডের শেয়ার প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ৬ কোম্পানির কাছে শেয়ার বেচবে। কোম্পানিটি প্রতিটি শেয়ার ১০ টাকা মূল্যে ৩১ কোটি ২৮ লাখ ৮ হাজার ৮০০ টি শেয়ার ছাড়বে। বুধবার অনুষ্ঠিত বিএসইসির ৫৯৪তম কমিশন সভায় কোম্পানিটি প্লেসমেন্টের মাধ্যমে অর্থ উত্তোলনের অনুমোদন দেয়া হয়।

সূত্র মতে, ৬ প্রতিষ্ঠানের কাছে ৩১ কোটি ২৮ লাখ ৮৮ হাজার শেয়ার ইস্যু করবে ইউনাইটেড এয়ারওয়েজ কোম্পানি। এর মাধ্যমে ৩১২ কোটি ৮০ লাখ ৮৮ হাজার টাকা পাবে ইউনাইটেড এয়ারওয়েজ। এ টাকা দিয়ে কোম্পানিটি ৭টি বিমান কিনবে।

অনুমোদন দেয়া ৬ প্রতিষ্ঠান এবং ইস্যুকৃত শেয়ার হল:
সুইফট এয়ার কার্গো পিটিই লিমিটেড কিনবে ৫ কোটি ২৮ লাখ ৮ হাজার ৮শ শেয়ার

স্টারলিংক অ্যারোস্পিট লিমিটেড ৫ কোটি ২০ লাখ

এ-সোনিক এভিয়েশন সুলোয়েশনস পিটিই লিমিটেড ৫ কোটি ২০ লাখ

এ্যারিকটিক টার্ন এভিয়েশন পিটিই লিমিটেড ৫ কোটি ২০ লাখ

ফনিক্স এয়ারক্রাফ্ট ইনভেস্টমেন্ট ৫ কোটি ২০ লাখ

এবং

ব্লাক টার্নসটোন এভিয়েশন পিটিই লিমেটেড কিনবে ৫ কোটি ২০ লাখ শেয়ার।


মুদ্রার হার

নামাজের সময়সূচি