z
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড চলতি হিসাব বছরের ৬ মাসের (এপ্রিল-সেপ্টেম্বর) আর্থিক প্রতিবেদন পর্যালোচনার ভিত্তিতে ৩০০ শতাংশ অর্ন্তবর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এর আগে কোম্পানিটি প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে ১৫০ শতাংশ অর্ন্তবর্তীকালীন লভ্যাংশ দিয়েছিল। এই হিসাবে কোম্পানির অর্ন্তবর্তীকালীন লভ্যাংশ দাঁড়াল ৪৫০ শতাংশ।
লভ্যাংশের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১০ নভেম্বর।
ম্যারিকো দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-সেপ্টেম্বর) শেয়ার প্রতি আয় করেছে ২৭ টাকা ৯০ পয়সা। আগের বছর একই সময় কোম্পানিটি আয় করেছিল ২৭ টাকা ১৭ পয়সা। এদিকে বছরের প্রথম ৩ মাসে ( জুলাই-সেপ্টেম্বর) কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে ১৩ টাকা ৬১ পয়সা। আগের বছরে এর পরিমাণ ছিল ১২ টাকা ৭৫ পয়সা।