z
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) নতুন ৬টি জাহাজ কেনার জন্য চায়না সরকারের অধীনে গত ১৪ অক্টোবর কোম্পানিটি একটা ঋণ চুক্তি সম্পন্ন করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বিএসসির নৌবহরে ২০১৮ সাল থেকে নতুন জাহাজগুলো যুক্ত হবে।গত বছরের মার্চে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নতুন ৬ জাহাজ কেনার প্রস্তাব অনুমোদন করে চীন সরকার।
২০১৪ সালের ৩০ এপ্রিল নতুন এই প্রকল্প বাস্তবায়ন করতে চীনের সরকারি প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন (সিএমসি), চীন ও বিএসসির মধ্যে একটি চুক্তি সম্পন্ন হয়। এই চুক্তি অনুযায়ী চায়না এক্সিমক ব্যাংক থেকে ১৮ কোটি ৪৫ লাখ টাকা ঋণ নেবে প্রতিষ্ঠানটি।
জানা গেছে, নতুন প্রতিটি জাহাজ ৪০ লাখ মেট্রিক টন মালামাল বহন করতে পারবে। প্রকল্পটি বাস্তবায়ন করতে চীন এক হাজার ৪৩৯ কোটি টাকা অর্থায়ন করবে।