z

৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে ব্রাক ব্যাংক

শেয়ার মার্কেট বিডি

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ব্রাক ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ ৫০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বন্ডটির মেয়াদ হবে ৮৪ মাস। ব্যাংকটি নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে মূলধনের প্রয়োজন ও ব্যবসার প্রবৃদ্ধির জন্য বন্ডটি ইস্যু করবে।

এদিকে কোম্পানিটি টায়ার-২ মূলধন শর্ত পূরণের জন্য অর্ধবার্ষিকীর আর্থিক প্রতিবেদন অনুমোদন করেছে।

গত ৬ মাসে অর্থাৎ (জানুয়ারি, ১৬-জুন, ১৬) পর্যন্ত সময়ে ব্যাংকটির প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩১ টাকা ৪০ পয়সা। আর এনওসিএফএস হয়েছে ১২ টাকা ৯৯ পয়সা।

এছাড়া অর্ধবার্ষিকীর অন্যান্য তথ্য অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে ব্যাংকটি।

 

  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com

মুদ্রার হার

নামাজের সময়সূচি