z

পাওয়ারগ্রিডের জন্য ৯ হাজার কোটি টাকার প্রকল্প

শেয়ার মার্কেট বিডি

বিদ্যুৎ সঞ্চালন সক্ষমতা বাড়াতে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের জন্য প্রায় ৯ হাজার কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করেছে সরকার। রোববার অর্থনীতি বিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। আলোচিত প্রকল্পটিতে চীন সরকার অর্থায়ন করতে পারে। চীনা রাষ্ট্রপতি শি জিনপিং এর ঢাকা সফরের সময় এই বিষয়ে দুই দেশের মধ্যে চুক্তি হতে পারে। মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

আজকের বৈঠকে বিদ্যুত খাতের আরেকটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এর আওতায় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) তার সঞ্চালন লাইন সম্প্রসারণ ও শক্তিশালী করবে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ১৬৫ কোটি মার্কিন ডলার। বাংলাদেশী মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৩ হাজার কোটি টাকা। এই প্রকল্পটিতেও চায়না সরকার অর্থায়ন করতে পারে।

চলতি মাসের ১৪ তারিখে চীনা রাষ্ট্রপতির ঢাকা সফর করার কথা।

চীন সরকার ঋণের মাধ্যমে প্রকল্প দুটিতে অর্থায়ন করবে। এই ঋণের সুদ হার হবে ২ শতাংশ।

 

  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com

মুদ্রার হার

নামাজের সময়সূচি