z
পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ (ফুয়েল অ্যান্ড পাওয়ার) খাতের কোম্পানি সামিট পাওয়ার লিমিটেডের সঙ্গে তিন কোম্পানির একীভূতকরণ শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আজ সিডিবিএলের মাধ্যমে সামিট পূর্বাঞ্চল পাওয়ার, সামিট উত্তরাঞ্চল পাওয়ার এবং সামিট নারায়নগঞ্জ পাওয়ার লিমিটেডের একীভূতকরণ শেয়ার বিও হিসাবে জমা হয়েছে।
উল্লেখ্য, সামিট পূর্বাঞ্চলের একটি শেয়ারের বিপরীতে সামিট পাওয়ারের ১ দশমিক ৩০৯টি শেয়ার পাবেন শেয়ারহোল্ডাররা। সামিট উত্তরাঞ্চল পাওয়ার কোম্পানির একটি শেয়ারের বিপরীতে সামিট পাওয়ারের ১ দশমিক ৬৬৮টি এবং সামিট নারায়ণগঞ্জ পাওয়ারের একটি শেয়ারের বিপরীতে সামিট পাওয়ারের ১ দশমিক ৪৭৫টি শেয়ার দেওয়া হয়।