z

সামিটের লেনদেন শুরু আগামীকাল ১০অক্টোবর সোমবার থেকে

শেয়ার মার্কেট বিডি

পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি সামিট পাওয়ার লিমিটেডের শেয়ারে লেনদেনে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আগামীকাল ১০অক্টোবর, সোমবার থেকে এই কোম্পানির লেনদেন পুনরায় চালু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
এ বিষয়ে ডিএসই ব্যবস্থাপনা পরিচালক কেএএম মাজেদুর রহমান অর্থসূচককে বলেন, যে অভিযোগে উভয় স্টক এক্সচেঞ্জ লেনদেন স্থগিত করে। সে বিষয়গুলো পরিপালন করায় লেনদেনের অনুমতি দেওয়া হয়েছে। গত ২৪ আগস্ট উভয় স্টক এক্সচেঞ্জ থেকে সামিট পূর্বাঞ্চলের শেয়ার তালিকাচ্যূত করা হয়। আজ বুধবার সিডিবিএলের মাধ্যমে সামিট পূর্বাঞ্চল পাওয়ার, সামিট উত্তরাঞ্চল পাওয়ার এবং সামিট নারায়নগঞ্জ পাওয়ার লিমিটেডের একীভূতকরণ শেয়ার বিও হিসাবে জমা হয়েছে। এর আগে গত ৪ অক্টোবর বিএসইসির ৪৮৪তম কমিশন সভায় সামিট পাওয়ারের মূলধন বাড়ানোর অনুমোদন দেওয়া হয়। ১০ টাকা অভিহিত মূল্য ১৯ কোটি ১৮ লাখ ৭৬ হাজার ৫১৮টি শেয়ার ইস্যু করে ১৯১ কোটি ৮৭ লাখ ৬৫ হাজার ১৮০ টাকা মূলধন বাড়ানোর অনুমোন পায় কোম্পানি।

 

  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com

মুদ্রার হার

নামাজের সময়সূচি