z
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিএসআরএম গ্রুপের দুই কোম্পানির পরিচালনা পর্ষদের সভা আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। কোম্পানি দুইটি হচ্ছে- বিএসআরএম স্টিল রি-রোলিং মিলস লিমিটেড ও বিএসআরএম স্টিল লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ওইদিন বিএসআরএম স্টিল রি-রোলিং মিলসের সভা বিকেল ৫টায় ও বিএসআরএম স্টিলের সভা বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।
সভায় কোম্পানি দুইটির ৬ মাসের অর্থাৎ জানুয়ারি,২০১৬ থেকে ৩০ জুন, ২০১৬ পর্যন্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। সভা থেকে আসতে পারে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা।
উল্লেখ্য, বিএসআরএম লিমিটেড ২০১৫ সালে ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ। আর বিএসআরএম স্টিল ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।