z
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক বর্হিভূত আর্থিক খাতের কোম্পানি ফারইস্ট ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের দুই উদ্যোক্তা শেয়ার কেনা-বেচার ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানির উদ্যোক্তা দেলোয়ার হোসেন রানার কাছে ৩৩ লাখ ৯৬ হাজার ২৭৯টি শেয়ার আছে। এর মধ্যে থেকে তিনি ৭ লাখ শেয়ার বেচবেন।
ফারইস্ট ফিন্যান্সের আরেক উদ্যোক্তা আনোয়ার হোসেন খান ৩ লাখ ৫০ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।
উল্লেখ্য, এই উদ্যোক্তারা আগামী ৩১ অক্টোবরের মধ্যে বর্তমান বাজার দরে শেয়ার কেনা-বেচা করতে পারবেন।