z
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্টাইল ক্র্যাফটের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৭৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আজ শনিবার কোম্পানির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
১৫ মাসের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
কোম্পানি সূত্রে জানা গেছে, এ সময়ে তাদের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৫ টাকা ৪২ পয়সা। একইসময়ে শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৪৬২ টাকা ৯০ পয়সা।
এ লভ্যাংশের জন্য আগামী ২০ অক্টোবর রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে।