z

সুহৃদ ইন্ডাষ্ট্রিজের লটারি ড্র ১০ জুলাই

শেয়ার মার্কেট বিডি

প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) শেষে সুহৃদ ইন্ডাষ্ট্রিজের আবেদনপত্র ৪২ গুণ জমা পড়েছে। আইপিও শেষে শেয়ার বরাদ্দ দিতে আগামী ১০ জুলাই প্রতিষ্ঠানটির লটারির ড্র অনুষ্ঠিত হবে। রাজধানীর রমনায় অবস্থিত ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে লটারি আয়োজন করা হয়েছে। সোমবার কোম্পানি সূত্রে এ তথ্য যায়। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ১২ জুন পর্যন্ত সুহৃদ ইন্ডাষ্ট্রিজের আইপিওতে প্রবাসী বিনিয়োগকারীরা ২ কোটি ৯৮ লাখ ৮৫ হাজার টাকার আবেদন জমা দিয়েছেন।স্থানীয় বিনিয়োগকারীরা মোট ৫৮৭ কোটি ৮৪ লাখ ৮৯ হাজার ৯৫৬ টাকার আবেদন জমা দিয়েছেন। অর্থাৎ এ পর্যন্ত মোট ৫৯০ কোটি ৮৩ লাখ ৭৪ হাজার ৯৫৬ টাকার আবেদন জমা পড়েছে। যা কোম্পানির চাহিদার ৪২ গুণ। কোম্পানিটি পুঁজিবাজার থেকে মোট ১৪ কোটি টাকা সংগ্রহ করবে। পুঁজিবাজার থেকে সংগৃহীত অর্থে কোম্পানিটি ফ্যাক্টরির ভবন সম্প্রসারণ, যন্ত্রপাতি ক্রয়, গ্যাস জেনারেটর ক্রয়, ব্যাংক লোন পরিশোধ এবং প্রাথমিক গণপ্রস্তাব বাবদ ব্যয় করবে। ২০১৩ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক হিসেব অনুযায়ী এ কোম্পানির শেয়ারপ্রতি আয় ১.০৯ টাকা এবং শেয়ারপ্রতি সম্পদ ১৪.১১ টাকা। কোম্পানির ইস্যু ব্যবস্থাপক হিসেবে কাজ করছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।

 

  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com

মুদ্রার হার

নামাজের সময়সূচি