z

সহযোগী কোম্পানি খুলবে লিগ্যাসি ফুটওয়্যার

শেয়ার মার্কেট বিডি

পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়া শিল্প (ট্যানারি ইন্ডাসট্রিস) খাতের কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের পরিচালনা পর্ষদ একটি সহযোগী কোম্পানি (Subsidiary Company) খোলার সিদ্ধান্ত নিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্রে জানা গেছে, এই নতুন সহযোগী কোম্পানির পরিশোধিত মূলধন হবে ৯ লাখ ৮০ হাজার টাকা। লিগ্যাসি ফুটওয়্যার কোম্পানিটির ৯৮ শতাংশ শেয়ার ধারণ করবে।

লিগ্যাসির সাবসিডিয়ারি কোম্পানিটি মূলত স্থানীয় বাজারের জন্য জুতা ও চামড়াজাত পণ্য উৎপাদন করবে।

চামড়া খাতে লিগ্যাসির ম্যানেজমেন্টের দীর্ঘ দিনের যে অভিজ্ঞতা রয়েছে, তা ব্যবহার করে নতুন সাবসিডিয়ারি লিগ্যাসি ফুটওয়্যারের মুনাফা বাড়াতে সাহায্য করবে।

 

  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com

মুদ্রার হার

নামাজের সময়সূচি