z
এসএমই (SME) খাতে দীর্ঘমেয়াদী অর্থায়নের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ফুটওয়্যার উৎপাদনকারী প্রতিষ্ঠান এমকে ফুটওয়্যার পিএলসির কিআইও (কোয়ালিফাইড ইনভেস্টর অফার) (QIO) মাধ্যমে মূলধন উত্তোলনের তারিখ নির্ধারণ করা হয়েছে।
কোম্পানিটির কিআইও (QIO) আবেদন আগামী ১১ জুন শুরু হবে, চলবে ১৫ জুন পর্যন্ত।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
এর আগে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮৫৮তম কমিশন সভায় এই অনুমোদন দেয়া হয়েছে। এমকে ফুটওয়্যার পিএলসি স্টক এক্সচেঞ্জের এসএমই বোর্ডে তালিকাভুক্ত হবে।
জানা গেছে, কিআইও (QIO) মাধ্যমে Qualified Investors এর নিকট থেকে এমকে ফুটওয়্যার ১০ টাকা মূল্যে ১ কোটি শেয়ার ইস্যু করবে।
পুঁজিবাজার থেকে উত্তোলিত অর্থ নতুন যন্ত্রপাতি স্থাপন ও ইস্যু ব্যবস্থাপনা খাতে ব্যয় করবে।
গত ৩০ জুন, ২০২২ তারিখে সমাপ্ত বছরে কোম্পানিটির ডাইলুটেড শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ১৯ পয়সা।
৩০ জুন, ২০২২ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২ টাকা ৯৫ পয়সা।
এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানিটি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনা ও আন্ডারাইটারের দায়িত্বে নিয়োজিত রয়েছে আলফা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।