z

ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের লেনদেন শুরু ১১ মে

শেয়ার মার্কেট বিডি

পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) বীমা (ইনস্যুরেন্স) খাতের কোম্পানি ট্রাস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের লিমিটেডের শেয়ার লেনদেন শুরুর তারিখ নির্ধার্রণ করা হয়েছে।

আগামী ১১ মে থেকে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে এ কোম্পানির শেয়ার লেনদেন শুরু হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

"এন" ক্যাটাগরিভুক্ত ট্রাস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের ডিএসইতে ট্রেডিং কোড : "TILIL" এবং কোম্পানি কোড হচ্ছে- ২৫৭৫৭।

সূত্র জানায়, এর আগে গত ৮ মে, সোমবার সিডিবিএলের মাধ্যমে কোম্পানিটির শেয়ার বিও হিসাবে জমা হয়েছে।

গত ৩ এপ্রিল থেকে ৯ এপ্রিল, ২০২৩ পর্যন্ত কোম্পানিটি বিনিয়োগকারীদের আইপিও আবেদন গ্রহণ করে। আর এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছিল ২৩ মার্চ।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির ৮৫৩তম সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।

সূত্র অনুসারে, ট্রাস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্স পুঁজিবাজারে ১ কোটি ৬০ লাখ সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে ১৬ কোটি টাকা উত্তোলন করবে। অভিহিত মূল্য ১০ টাকা দরেই শেয়ার ছাড়ার অনুমতি পেয়েছে কোম্পানিটি।

পুঁজিবাজার থেকে ব্যাংকটি অর্থ উত্তোলন করে সরকারি ট্রেজারি বন্ড ক্রয়, পুঁজিবাজারে বিনিয়োগ, এফডিআর বিনিয়োগ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ২০২২ সালের ৩০ জুন Actuarial Valuation Report অনুযায়ী মোট উদ্বৃত ৭৩ লাখ ২০ হাজার টাকা।

আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে বিএমএসএল ইনভেস্টমেন্ট লিমিটেড।

উল্লেখ্য, পুঁজিবাজারে তালিকাভুক্তির পূর্বে কোম্পানিটি কোন প্রকার লভ্যাংশ, অনুমোদন বা বিতরণ করতে পারবে না।

 

  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com

মুদ্রার হার

নামাজের সময়সূচি