z

সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পার লেনদেন শুরু মঙ্গলবার

শেয়ার মার্কেট বিডি

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে শেয়ার ছেড়ে অর্থ উত্তোলকারী কক্সবাজারে অবস্থিত পাঁচ তারকা হোটেল রয়েল টিউলিপের সত্ত্বাধিকারী প্রতিষ্ঠান সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের শেয়ার লেনদেন আগামীকাল ১৬ জুলাই, মঙ্গলবার থেকে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে শুরু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির লেনদেন এন ক্যাটাগরির আওতায় শুরু হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানি ট্রেডিং কোড হবে "SEAPEARL"। আর কোম্পানি কোড হবে ২৯০০৪।

এর আগে কোম্পানিটির লেনদেন শুরু দিন নির্ধারণ করেছিল ৯ জুলাই (মঙ্গলবার)। কিন্তু এশিয়া প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন ফিনান্সিয়াল রেগুলেটরস ট্রেনিং ইনিশিয়েটিভের (এপেক এফআরটিআই) রিজিওনাল সেমিনার অন ফিনান্সিয়াল লিটারেসি অ্যান্ড ইনভেস্টরস প্রোটেকশন শীর্ষক চারদিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার থাকা সে দিন পরিবর্তন করে ১৬ জুলাই করা হয়েছে।

এরআগে কোম্পানিটির আইপিওতে আবেদনকারীদের মধ্যে বরাদ্দ দেয়া শেয়ার গত ২৬ জুন শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে জমা হয়। এবং গত ২৩ মে লটারির মাধ্যমে কোম্পানিটির আইপিওতে আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেয়া হয়।

গত ২৩ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত কোম্পানিটির আইপিওতে আবেদন গ্রহণ করা হয়। এর আগে বিএসইসির ৬৭৬তম সভায় আইপিও অনুমোদন দেয়া হয়।

উল্লেখ্য, নতুন শেয়ার ইস্যু করার মাধ্যমে কোম্পানিটি পুঁজিবাজার থেকে ১৫ কোটি টাকা সংগ্রহ করবে। সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড অভিহিত মূল্য ১০ টাকা দরে দেড় কোটি শেয়ার ইস্যু করবে।

আইপিওর মাধ্যমে উত্তোলিত ১৫ কোটি টাকা দিয়ে কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ করবে। ইন্টেরিয়র ফিনিশিং অ্যান্ড ফার্নিচার, জমি ক্রয় ও আইপিও খরচ খাতে ব্যয় করবে।

গত তিন বছরের আর্থিত প্রতিবেদন অনুসারে ভারিত গড় শেয়ার প্রতি আয় (ওয়েটেড এভারেজ ইপিএস) ৪১ পয়সা।

সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বানকো ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড।

 

  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com
  • sharemarketbd.com

মুদ্রার হার

নামাজের সময়সূচি